kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

কোটালীপাড়ায় আওয়ামী নেতৃত্বের সঙ্গে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসারের মতবিনিময়

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি   

১৯ সেপ্টেম্বর, ২০২০ ১২:১৪ | পড়া যাবে ১ মিনিটেকোটালীপাড়ায় আওয়ামী নেতৃত্বের সঙ্গে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসারের মতবিনিময়

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি) মতবিনিময় করেছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ নেতা নাদের আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজি মো. কামাল হোসেন শেখ, ইউপি চেয়ারম্যান হান্নান শেখ, শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহসভাপতি শামীম দাড়িয়া বক্তব্য দেন। এর আগে আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি) কোটালীপাড়া এসে পৌঁছলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

মন্তব্যসাতদিনের সেরা