kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

করোনায় আক্রান্ত হলেন এমপি পঙ্কজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল   

১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:১৩ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় আক্রান্ত হলেন এমপি পঙ্কজ

এমপি পঙ্কজ নাথ

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে এমপি পঙ্কজ নাথ নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি তাঁর ঢাকার বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন।

সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ জানিয়েছেন, ‘শরীরে জ্বর দেখা দিলে গত বৃহস্পতিবার তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন।

শুক্রবার সন্ধ্যার দিকে ঢাকা মেডিক্যালের পিসআর ল্যাব থেকে দেওয়া তাঁর করোনার রিপোর্ট পজিটিভ আসে। তবে তার আগে থেকেই এমপি পঙ্কজ নাথ ঢাকায় নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

বর্তমানে তাঁর শরীরে জ্বর রয়েছে। এ ছাড়া বড় কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন এমপি পঙ্কজ নাথ। এ সময় তিনি তাঁর নির্বাচনী এলাকা হিজলা-মেহেন্দীগঞ্জ উপজেলাবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা