kalerkantho

সোমবার । ১০ কার্তিক ১৪২৭। ২৬ অক্টোবর ২০২০। ৮ রবিউল আউয়াল ১৪৪২

গরম ভাত ঠাণ্ডা করতে গিয়ে মারা গেলেন যুবলীগ নেতা

অভয়নগর (যশোর) প্রতিনিধি    

১৮ সেপ্টেম্বর, ২০২০ ২২:৩৩ | পড়া যাবে ১ মিনিটেগরম ভাত ঠাণ্ডা করতে গিয়ে মারা গেলেন যুবলীগ নেতা

প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে গরম ভাত ঠাণ্ডা করতে গিয়ে তাজু ইসলাম (২৫) নামে এক যুবলীগ নেতা বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পায়রাহাট ইউনাইটেড কলেজ সংলগ্ন শাহজাহান মোড়লের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের আব্দুল জলিলের ছেলে নিহত তাজু ইসলাম। তিনি ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা ছিলেন।

নিহতের পরিবার জানায়, শুক্রবার তাজু তাঁর প্রতিবেশী শাহজাহান মোড়লের বাড়িতে কুলখানির অনুষ্ঠানে ছিলেন। বেলা আনুমানিক সাড়ে ৩টার সময় গামলা ভর্তি গরম ভাত ঠাণ্ডা করার জন্য একটি স্ট্যান্ড ফ্যানের সামনে দাঁড়ান। 

এসময় পূর্ব থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা স্ট্যান্ড ফ্যান স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

এ ব্যাপারে অভয়নগর থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম। 

মন্তব্যসাতদিনের সেরা