kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

দেবরের প্রতিপক্ষ ভাবি

চাঁদপুর প্রতিনিধি   

১৮ সেপ্টেম্বর, ২০২০ ২১:৫৭ | পড়া যাবে ২ মিনিটেদেবরের প্রতিপক্ষ ভাবি

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী হতে চান নারী নেত্রী আজমুর বেগম। নির্বাচন করতে মাঠে নামার ঘোষণা দিলেন তিনি। এই উপলক্ষে শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার কাছিয়াড়া এলাকার নিজ বাড়িতে এক নারী সমাবেশের আয়োজনও করেন এই মেয়র পদপ্রার্থী।

এতে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক প্রয়াত কসমিক সফিউল্লাহর সহধর্মিণী মালেকা পারভীন। বিশেষ অতিথি যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী কুসুম কলি।

মুক্তিযোদ্ধা প্রয়াত নূরুল ইসলাম খানের মেয়ে আজমুর বেগম ফরিদগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি। একাধারে নারী অধিকার আদায়ে একজন বিশিষ্ট সংগঠক তিনি। তবে এবার পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়তে চান আজমুর বেগম।

এদিকে বর্তমানে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক। আজমুর বেগমের চাচা শ্বশুরের ছেলে তিনি। নতুন করে ফের মেয়র পদে নির্বাচনে মাঠে নেমেছেন মাহফুজুল হক। এরইমধ্যে তার ঘনিষ্ঠ আত্মীয় চাচাতো ভাইয়ের সহধর্মিণী আজমুর বেগমও মেয়র পদে নির্বাচন করতে মাঠে নেমেছেন। এতে দেবরের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামছেন ভাবি।

এই বিষয়ে আজমুর বেগম জানান, নারীর অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন এবং সুশাসন নিশ্চিত করতে হলে ভোটের মাঠে নারীদের এগিয়ে আসতে হবে।

প্রসঙ্গত, আগামী ডিসেম্বরে ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে এই নির্বাচনকে ঘিরে এখনই আগাম প্রচারনায় মেয়র পদে মাঠে নেমেছেন এক ডজন প্রার্থী। যাদের মধ্যে দুইজন নারীও রয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা