kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

ইমাম-মুয়াজ্জিনরা পেলেন শুভসংঘের মাস্ক ও স্বাস্থ্য উপকরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি   

১৮ সেপ্টেম্বর, ২০২০ ১৯:২৯ | পড়া যাবে ১ মিনিটেইমাম-মুয়াজ্জিনরা পেলেন শুভসংঘের মাস্ক ও স্বাস্থ্য উপকরণ

শুভ কাজে সবার পাশে- এই প্রাতিপাদ্যকে ধারণ করে সিরাজগঞ্জের বেলকুচিতে শুভসংঘের উদ্যোগে মাস্ক ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টায় বেলকুচি সরকারি কলেজ এলালায় ২০টি  মসজিদের ইমাম মুয়াজ্জিনের মধ্যে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ছিল মাস্ক, গামছা, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান।

এ সময় মুকুন্দগাতি মসজিদের পেশ ইমাম মাওলানা মোশারফ হোসেন ফারুকী বলেন, সমাজে ইমাম ও মুয়াজ্জিনরা অবহেলিত, তাঁদের কথা কেউ ভাবে না। আমাদের জন্য শুভসংঘের এ আয়োজন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।

বেলকুচি শাখার সভাপতি আবির হোসাইন শাহীন বলেন, শুভসংঘ সব সময় শুভ কাজে মানুষের মাঝে ছিল, আছে ও থাকবে। আমরা ইতিমধ্যে বন্যাকবলিতদের ত্রাণ দিয়েছি। আমাদের শুভ কাজ অব্যাহত থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহসভাপতি হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, ধর্ম সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক সাদ ইসলাম, দপ্তর সম্পাদক নাসিমসহ সব সদস্য।

মন্তব্যসাতদিনের সেরা