kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

চট্টগ্রাম নতুন করে করোনায় আক্রান্ত ৬৪

অনলাইন ডেস্ক   

১৮ সেপ্টেম্বর, ২০২০ ১১:৩৪ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম নতুন করে করোনায় আক্রান্ত ৬৪

চট্টগ্রামে ৮৬৮টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন ৬৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ১৮৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে একজনের।

গতকাল বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব বিষয় জানা গেছে। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৬৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৮৬৮টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫০জন এবং উপজেলায় ১৪ জন। এইদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ জন।

মন্তব্যসাতদিনের সেরা