kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

নানার বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি   

১৭ সেপ্টেম্বর, ২০২০ ২২:৩০ | পড়া যাবে ১ মিনিটেনানার বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে নানার বাড়িতে বেড়াতে গিয়ে বর্ষার পানিতে গোসল করতে নেমে হাসান মোল্লা (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু হাসান ভৈরব পৌর শহরের চন্ডিবের মোল্লা বাড়ির মো. সোহেল মোল্লার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার দুই শিশু ছেলেসহ সপরিবারে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন পৌর নিউ মার্কেটের পাদুকা ব্যবসায়ী মো. সোহেল মোল্লা। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দুই সহোদর হাসান (৬) ও হোসেন (৫) বাড়ির লোকজনের নজর এড়িয়ে বাড়ির পাশে বর্ষার পানিয়ে গোসল করতে যায়।

একপর্যায়ে বড় ভাই হাসান পা পিছলে পড়ে গিয়ে নিচু জমির গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় ছোট ভাই হোসেনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পানিতে ডুবে যাওয়া শিশু হাসানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন।

মন্তব্যসাতদিনের সেরা