kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

করোনায় কুমিল্লা মেডিক্যালের চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

১৭ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৩৭ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় কুমিল্লা মেডিক্যালের চিকিৎসকের মৃত্যু

নভেল করোনাভাইরাস (কভিড-১৯)-এ আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজের নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. ওবায়দুর রহমান মারা গেছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৬ বছর।

করোনায় ওবায়দুর রহমানের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান। তিনি জানান, ডা. মো. ওবায়দুর রহমান ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়িতে করোনা আক্রান্ত হন। পরে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। বৃহস্পতিবার সকালে ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

ডা. মো. মুজিবুর রহমান আরো জানান, ডা. মো. ওবায়দুর রহমান কুমিল্লা মেডিক্যাল কলেজের চিকিৎসক ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। 

মন্তব্যসাতদিনের সেরা