kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

চট্টগ্রামে করোনা আক্রান্ত ১৭ হাজার ছুঁই ছুঁই

নতুন আক্রান্ত ৮৮

অনলাইন ডেস্ক   

২৯ আগস্ট, ২০২০ ১০:৫১ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে করোনা আক্রান্ত ১৭ হাজার ছুঁই ছুঁই

চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজারের ঘরে পৌঁছাতে আর অল্প কয়েকজন বাকি রয়েছে। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৫৬টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৮৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৯৫৪ জন।

গতকাল শুক্রবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্যে বিষয়টি জানা গেছে। এইদিন মৃত্যুবরণ করেছেন ২ জন এবং সুস্থ হয়েছেন ৯০ জন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৮৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে  ৬৯ জন এবং উপজেলায় ১৯ জন বলে জানান সিভিল সার্জন।

মন্তব্যসাতদিনের সেরা