kalerkantho

শুক্রবার । ১০ আশ্বিন ১৪২৭ । ২৫ সেপ্টেম্বর ২০২০। ৭ সফর ১৪৪২

করোনা ও উপসর্গে কুমিল্লায় এক দিনে আরো ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

১৫ আগস্ট, ২০২০ ২৩:১১ | পড়া যাবে ১ মিনিটেকরোনা ও উপসর্গে কুমিল্লায় এক দিনে আরো ৫ জনের মৃত্যু

নতুন করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ ও উপসর্গ নিয়ে কুমিল্লায় এক দিনে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের কভিড-১৯ ইউনিটে শুক্রবার সকাল থেকে শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় এ পাঁচজনের মৃত্যু হয়। এর মধ্যে একজন করোনায় আক্রান্ত এবং চারজন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমেক হাসপাতালের কভিড-১৯ ইউনিটের চিকিৎসক ইসরাত জাহান। তিনি বলেন, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ এবং দুজন নারী। তাদের সবাইকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল।

গত ২৪ ঘণ্টায় কুমেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাদুলি বিবি (৭৫)।

উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজন হলেন- চাঁদপুরের শাহরাস্তি উপজেলা মুকসেদ আলী (৮০), একই উপজেলার হরে কৃষ্ণ দাস (৬০), নোয়াখালীর চাটখিল উপজেলার আবদুল জলিল (৬০) এবং কুমিল্লা সদর উপজেলার মরিয়ম বেগম।

মন্তব্যসাতদিনের সেরা