kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

প্রতিপক্ষের একজনকে কুপিয়ে হত্যা, ইউপি সদস্য আটক

পিরোজপুর প্রতিনিধি    

১৪ আগস্ট, ২০২০ ১৪:২৬ | পড়া যাবে ২ মিনিটেপ্রতিপক্ষের একজনকে কুপিয়ে হত্যা, ইউপি সদস্য আটক

পিরোজপুরে জমি নিয়ে বিরোধে মো: মিজানুর রহমান (৪৮) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাজুকাঠী গ্রামে গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত মিজান রাত সাড়ে ৮টার দিকে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় জড়িত অভিযোগে  রাজ্জাক বেপারী নামের এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়,পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাজুকাঠী গ্রামের একটি জমি নিয়ে পাশের চরপুখুরিয়া গ্রামের ইউপি সদস্য রাজ্জাক বেপারীর সঙ্গে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে ‌ওই জমিতে চাষ করতে যান মিজানুর। এসময় রাজ্জাক বেপারী ও তার সঙ্গের  লোকজন হামলা চালিয়ে মিজানুরকে কুপিয়ে মারাত্মক জখম করে।

স্থানীয়রা গুরুতর অবস্থায় মিজানুরকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান মিজানুর।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, ঘটনায় জড়িত অভিযোগে কলাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য রাজ্জাক বেপারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। ঘটনায়  জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্যসাতদিনের সেরা