kalerkantho

বুধবার । ১৫ আশ্বিন ১৪২৭ । ৩০ সেপ্টেম্বর ২০২০। ১২ সফর ১৪৪২

হাঁসের পেছনে পেছনে গিয়ে প্রাণ গেল শিশু সুমনের!

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি    

১৪ আগস্ট, ২০২০ ০১:৪৩ | পড়া যাবে ১ মিনিটেহাঁসের পেছনে পেছনে গিয়ে প্রাণ গেল শিশু সুমনের!

পিরোজপুরের ইন্দুরকানীতে ডোবার পানিতে ডুবে সুমন শেখ নামে আড়াই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলার ইন্দুরকানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার ইন্দুরকানী গ্রামের বেলায়েত শেখের ছেলে। স্থানীয় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন বাবু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলায়েত শেখের স্ত্রী দুপুরে রান্না ঘরে রান্না করছিলেন। এ সময় তার শিশু পুত্র সুমন মায়ের পাশে বসে খেলা করছিল। হঠাৎ হাঁসের পালের বাচ্চা দেখে পেছনে পেছনে গিয়ে ঘরের পাশে ডোবার (ব্যার) পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর মায়ের খেয়াল হয় তার বাচ্চা কাছে নেই। এরপর আশপাশে খোঁজাখুঁজি করে ঘরের পাশে একটি ডোবার পানিতে ভাসতে দেখেন। পরে সাথে সাথে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। 

এ ব্যাপারে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মো. আমিনুল ইসলাম জানান, পানিতে পড়ার পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা