kalerkantho

রবিবার । ১২ আশ্বিন ১৪২৭ । ২৭ সেপ্টেম্বর ২০২০। ৯ সফর ১৪৪২

মুখ ধুতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি   

১৪ আগস্ট, ২০২০ ০০:৫৮ | পড়া যাবে ১ মিনিটেমুখ ধুতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে বাড়ির পাশের খালে একা হাত-মুখ ধুতে গিয়ে পানিতে ডুবে ইমন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চরমোহনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন ওই ওয়ার্ডের মোল্লা বাড়ির রুবেল হোসেনের ছেলে। তার মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শিশুর চাচা মো. রাসেল জানান, ঘটনার সময় ইমন কাউকে না বলে একা খালে হাত-মুখ ধোয়ার জন্য যায়। এসময় পা পিছলে সে পানিতে পড়ে যায়। এক প্রতিবেশী চিৎকার দিলে ইমনকে পানি থেকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন মাহমুদ তাকে (ইমন) মৃত ঘোষণা করেন।

চরমোহনা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) সুমন হোসেন জানান, শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। পুলিশের সঙ্গে কথা বলে মরদেহ দাফনের জন্য পরিবারকে বলা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা