kalerkantho

রবিবার । ১২ আশ্বিন ১৪২৭ । ২৭ সেপ্টেম্বর ২০২০। ৯ সফর ১৪৪২

ছাতকে নৌকাডুবি, নিখোঁজ এক শিশু

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি   

১৩ আগস্ট, ২০২০ ২২:০৬ | পড়া যাবে ১ মিনিটেছাতকে নৌকাডুবি, নিখোঁজ এক শিশু

ছাতকে সুরমা নদীতে নৌকাডুবির ঘটনায় এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় অন্তত আরো ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। এ সময় নৌকার যাত্রীদের ছোট নৌকা দিয়ে উদ্ধার করা হয়।

অনেক যাত্রীরা সাঁতার কেটে তীরে পৌঁছান। এর মধ্যে নিখোঁজ রয়েছে মোজাহিদ আলী (৭) নামের এক শিশু। সে ইসলামপুর ইউনিয়নের সৈদাবাদ গ্রামের আনকার আলীর পুত্র।

জানা যায়, ছাতক থেকে রড-সিমেন্টসহ যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা সৈদাবাদের উদ্দেশ্যে ছেড়ে যায়। সুরমা নদীর মধ্যখানে পৌঁছলে নৌকাটিকে একটি ভাল্কহেড ধাক্ক দেয়। এতে ছোট নৌকাটি ডুবে যায়।

ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত ছাতক ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল মোজাহিদ আলীকে উদ্ধারে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে নৌকার রড-সিমেন্ট তলিয়ে গেলেও নৌকাটি উদ্ধার করেছে ডুবুরি দল। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম।

মন্তব্যসাতদিনের সেরা