kalerkantho

শুক্রবার। ১৭ আশ্বিন ১৪২৭। ২ অক্টোবর ২০২০। ১৪ সফর ১৪৪২

কলেজে ভর্তি হওয়া হলো না

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি   

১৩ আগস্ট, ২০২০ ১৭:০৩ | পড়া যাবে ২ মিনিটেকলেজে ভর্তি হওয়া হলো না

বুধবার রাতে যবসেন নামক স্থানে সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহসানুল হক জীম নিহত হয়। সে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের চলতি বছর এসএসসি পাস করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উপজেলার যবসেন গ্রামের সিরাজুল হক পাইকের ছেলে সদ্য এসএসসি পাস করা আহসানুল হক জীম ও একই উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের খোকন রায়ের ছেলে সৌরভ রায় এবং দুই মোটরসাইকেল চালক আহত হয়।

আহত অবস্থায় আহসানুল হক জীম ও সৌরভ রায়কে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে জীমকে মৃত ঘোষণা করেন কর্মরত ডাক্তার। সৌরভ রায়ের অবস্থা আশঙ্কাজনক।

নিহত আহসানুল হক জীমের পিতা সিরাজুল হক পাইক সাংবাদিকদের বলেন, আমার ছেলে চলতি বছর এসএসসি পাস করেছে। কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছে। তার আর কলেজে যাওয়া হলো না।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ডিউটিরত অফিসার এসআই শাহজাহান জানান, থানায় এখনো কোনো মামলা হয়নি।

মন্তব্যসাতদিনের সেরা