kalerkantho

শুক্রবার। ১৭ আশ্বিন ১৪২৭। ২ অক্টোবর ২০২০। ১৪ সফর ১৪৪২

বেপরোয়াগতির মোটরসাইকেল কেড়ে নিল তাঁত শ্রমিকের প্রাণ

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

১৩ আগস্ট, ২০২০ ১২:৪৮ | পড়া যাবে ১ মিনিটেবেপরোয়াগতির মোটরসাইকেল কেড়ে নিল তাঁত শ্রমিকের প্রাণ

যশোরের অভয়নগরে বেপরোয়াগতির মোটরসাইকেলের ধাক্কায় মিজানুর রহমান ডালিম (৫৫) নামে এক বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার নওয়াপাড়া জুট মিলের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিজানুর রহমান ডালিম নওয়াপাড়া জুট মিলের তাঁত বিভাগের শ্রমিক ও নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বাস্তহারা লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে মিজানুর রহমান বাইসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। রাত আনুমানিক সাড়ে ১০টার সময় যশোরগামী বেপরোয়াগতির একটি মোটরসাইকেল তার সাইকেলের পেছনে সজোরে ধাক্কা দিলে সে সড়কের ওপর ছিটকে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক সম্রাটও (২১) সড়কের পাশে পড়ে যায়। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, বাইসাইকেলচালক মিজানুর রহমান ঘটনাস্থলে মারা যান। মোটরসাইকেলচালকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতে তাকে খুলনা মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা