kalerkantho

শুক্রবার । ১০ আশ্বিন ১৪২৭ । ২৫ সেপ্টেম্বর ২০২০। ৭ সফর ১৪৪২

কুমিল্লায় করোনা উপসর্গে আরো ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

১২ আগস্ট, ২০২০ ২০:৪৭ | পড়া যাবে ১ মিনিটেকুমিল্লায় করোনা উপসর্গে আরো ৫ জনের মৃত্যু

কুমিল্লায় উপসর্গ নিয়ে একদিনে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের কভিড-১৯ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে তিনজন পুরুষ এবং দুইজন নারী।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া পাঁচজনই করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ জন হলেন- কুমিল্লা সদর উপজেলার ভানুরঞ্জন দে (৬০), লাকসাম উপজেলার মিজানুর রহমান (৫০), চান্দিনার আয়েশা বেগম (৫০), নাঙ্গলকোট উপজেলার নূর আহমেদ (৬৫) এবং বুড়িচং উপজেলার রমিজ উদ্দিন (৪৫)।

মন্তব্যসাতদিনের সেরা