kalerkantho

শুক্রবার । ৩ আশ্বিন ১৪২৭। ১৮ সেপ্টেম্বর ২০২০। ২৯ মহররম ১৪৪২

বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি   

১০ আগস্ট, ২০২০ ২১:৩৫ | পড়া যাবে ১ মিনিটেবন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

গাজীপুর নদীর উত্তর গাজীপুর এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর ছাত্র রিফাতের (১০) মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় দিকে তাঁর মরদেহ নদীর এক জেলের জাল থেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, আজ দুপুর ১টার দিকে স্থানীয় পাঁচ বন্ধুর সঙ্গে গোসল করতে নামেন রিফাত। সাঁতরে নদীর মধ্যে গিয়ে তিনি আর ফিরে আসেনি। ৪ ঘণ্টা খোঁজাখুঁজির পর তাঁকে না পেয়ে আমতলী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে স্থানীয় এক জেলের জালে পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।

নিহত রিফাত ওই এলাকার মাহেন্দ্রা চালক আবুল কালাম হাওলাদারের ছেলে ও গাজীপুর বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

মন্তব্যসাতদিনের সেরা