kalerkantho

বুধবার । ১৫ আশ্বিন ১৪২৭ । ৩০ সেপ্টেম্বর ২০২০। ১২ সফর ১৪৪২

ফুলপুর ও তারাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি   

১০ আগস্ট, ২০২০ ২০:২৭ | পড়া যাবে ১ মিনিটেফুলপুর ও তারাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের ফুলপুর-তারাকান্দা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো ফুলপুর উপজেলার পয়ারী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাদাব হোসেন (৬)। অপর শিশুটি তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের নলদিঘী গ্রামের শফিকুল ইসলামের শিশুকন্যা তাছরুবা আক্তার (৫)।

পরিবার সূত্রে জানা যায়, শিশু সাদাব হোসেন পার্শ্ববর্তী উপজেলার নকলা উপজেলার গৌরদার গ্রামে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে যায়। সোমবার দুপুর থেকে নিখোঁজ হয় সে। পরে পরিবারের সদস্যরা খোাঁজাখুঁজির পর বিকেলে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

অপরদিকে তারাকান্দা উপজেলার নলদিঘী গ্রামের রফিকুল ইসলামের শিশু কন্যা তাছরুবা সোমবার দুপুর থেকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মন্তব্যসাতদিনের সেরা