kalerkantho

বুধবার । ১৫ আশ্বিন ১৪২৭ । ৩০ সেপ্টেম্বর ২০২০। ১২ সফর ১৪৪২

যমুনার শাখা নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু

জামালপুর প্রতিনিধি   

১০ আগস্ট, ২০২০ ১৯:৪১ | পড়া যাবে ১ মিনিটেযমুনার শাখা নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যমুনার শাখা নদীতে গোসল করতে নেমে ছালেহা (৬৫) নামের একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ৩টার দিকে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের চরনাদাগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় দরিদ্র শামছুল হক মণ্ডলের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, মাদারগঞ্জের বালিজুড়ি ইউনিয়নের চরনাদাগাড়ি গ্রামের বৃদ্ধা ছালেহা সোমবার বেলা ৩টার দিকে বাড়ির কাছেই যমুনার শাখা নদীতে অন্যদের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হন। এ সময় স্থানীয়রা খোঁজাখুঁজি করে প্রায় আধা ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে তার দাফন সম্পন্ন করেন স্বজনরা। এ ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক এ প্রসঙ্গে কালের কণ্ঠকে জানান, ওই নারী অনেক বয়স্ক মানুষ। গোসল করার সময় গভীর পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা