kalerkantho

বুধবার । ১৫ আশ্বিন ১৪২৭ । ৩০ সেপ্টেম্বর ২০২০। ১২ সফর ১৪৪২

ওষুধ কিনতে বেরিয়ে লাশ হয়ে ঘরে ফিরলেন যুবক

সিরাজগঞ্জ প্রতিনিধি   

১০ আগস্ট, ২০২০ ১৯:৪০ | পড়া যাবে ১ মিনিটেওষুধ কিনতে বেরিয়ে লাশ হয়ে ঘরে ফিরলেন যুবক

সিরাজগঞ্জের বেলকুচিতে বন্যার পানিতে ভাসমান অবস্থায় রফিকুল ইসলাম (৪০) নামে একজনের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি বেলকুচি পৌর এলাকার দেলুয়া গ্রামের লাল চাঁন মন্ডলের ছেলে।

আজ সোমবার সকালে বেলকুচি পৌর এলাকার চালা উত্তর পাড়া আঞ্চলিক সড়কের পাশে পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে রফিকুল ইসলাম ওষুধ কিনতে বের হয়েছিলেন। তারপর তাকে তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে সন্ধান পায়নি। পরে সোমবার সকালে তাকে পানিতে ভাসমান আবস্থায় দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বেলকুচি থানা ওসি (তদন্ত) নুরে আলম বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারি পানিতে মরদেহ ভেসে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে পানি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, মৃত রফিকুল ইসলাম মৃগীরোগী ছিলেন বলে তার পরিবার জানিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা