kalerkantho

বুধবার । ১৫ আশ্বিন ১৪২৭ । ৩০ সেপ্টেম্বর ২০২০। ১২ সফর ১৪৪২

বিশ্বনাথে সাংসদ মোকাব্বির খানের গাড়িতে হামলা-ভাঙচুর

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি   

১০ আগস্ট, ২০২০ ১৮:৩৪ | পড়া যাবে ২ মিনিটেবিশ্বনাথে সাংসদ মোকাব্বির খানের গাড়িতে হামলা-ভাঙচুর

সিলেটের বিশ্বনাথে সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খানের ব্যবহৃত প্রাইভেট গাড়িতে হামলা করে গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেন এমপি।

আজ সোমবার দুপুরে উপজেলা সদরের উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভার আহবান করা হয়। এতে স্থানীয় সংসদ সদস্য উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রবেশের পথে উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ের সামনে আসামাত্রই উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদসহ বেশ কয়েকজন নেতাকর্মী এমপিকে বহন করা গাড়িতে হামলা চালান। তবে আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

সভায় এমপি মোকব্বির খান বলেন, আমি এমপি নির্বাচিত হওয়ার পর সংসদে না যাওয়ার জন্য অনেক হুমকি এসেছিল। আমি জনগণের সেবা করার জন্য তারা আমাকে ভোটে নির্বাচিত করেছেন। তখনই তো আমার জীবনের মায়া ছেড়ে আমি সংসদে গিয়েছি। আর এখন আমার ওপরে সন্ত্রাসী হামলা হবে সেটা আমি কখনো ভয় করি না। এমপি মোকাব্বির খান তার ওপর এই সন্ত্রাসী হামলা দুঃখজনক বলে সভায় উপস্থিত থাকা থানার ওসি শামীম মুসাকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।

সভায় এমপির গাড়িতে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সাংবদিকদের বলেন, আমাদের ওপর আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট। এমপি সাহেব জনবিচ্ছিন্ন হয়েছেন। সাধারণ জনগণ তার গাড়ি ভাঙচুর করেছে শুনে আমরা তাকে নিরাপদে নিয়ে এসেছি।

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান বলেন, এমপির গাড়ি ভাঙচুরের বিষয়টি খুবই দুঃখজনক। গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের করতে প্রশাসনের প্রতি তিনি আহ্বান জানান।

বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। পুলিশ প্রশাসনকে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্যসাতদিনের সেরা