kalerkantho

শুক্রবার । ৩ আশ্বিন ১৪২৭। ১৮ সেপ্টেম্বর ২০২০। ২৯ মহররম ১৪৪২

ঘাটাইল পৌরসভার মেয়র ভিপি শহীদ করোনায় আক্রান্ত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি   

৯ আগস্ট, ২০২০ ২৩:১১ | পড়া যাবে ১ মিনিটেঘাটাইল পৌরসভার মেয়র ভিপি শহীদ করোনায় আক্রান্ত

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহীদুজ্জামান খান (ভিপি শহীদ) করোনায় আক্রান্ত হয়েছেন। আজ রবিবার (৯ আগস্ট) রাত ৯টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান জানান, ঠান্ডা ও জ্বর অনুভব করায় গত শুক্রবার (৭ আগস্ট) তিনি চিকিৎসকের পরামর্শে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। আজ রবিবার রাত ৯টায় তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুর রহমান খান তাকে টেলিফোনে নিশ্চিত করেন।

তিনি করোনা সংক্রমণের শুরু থেকেই পৌরবাসীকে সচেতন করতে জনসচেতনতা সৃষ্টিতে মাঠে সক্রিয় ছিলেন। তিনি বর্তমানে তার বাসায় চিকিৎসাধীন আছেন। সুস্থতা কামনায় তিনি সকলের দোয়া চেয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা