kalerkantho

বৃহস্পতিবার । ১৬ আশ্বিন ১৪২৭ । ১ অক্টোবর ২০২০। ১৩ সফর ১৪৪২

অসহায় বানভাসিদের পাশে প্রবাসী দম্পতি

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি    

৯ আগস্ট, ২০২০ ১৯:২৫ | পড়া যাবে ১ মিনিটেঅসহায় বানভাসিদের পাশে প্রবাসী দম্পতি

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রিনা মোশাররফ এবং ব্রিটিশ সাংবাদিক নিয়াজ আহমেদ দম্পতির অর্থায়নে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কান্দির গ্রামের অসহায় দরিদ্র বানভাসি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রবিবার সকাল ১১টায় কালের কণ্ঠ'র দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধির নিজ বাসভবনে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ৩০০ প্যাকেট ত্রাণসামগ্রীর ভেতর ছিল চাল, ডাল, আলু, লবণ।

কালের কন্ঠ'র সাংবাদিক তারেক মাহমুদের সঞ্চালনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান হোসেন সুলাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. ইমরান।

অন্যান্যের মধ্যে ছিলেন জাতীয় পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেলিম রেজা। প্রবাসে থেকেও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং সংকটে বরাবরই আর্থিক সহায়তা অব্যাহত রেখেছেন তাঁরা।

রিনা মোশাররফ মুক্তিযুদ্ধের ২নং সেক্টর কমান্ডার মেজর জেনারেল খালেদ মোশাররফের ছোট বোন।

মন্তব্যসাতদিনের সেরা