kalerkantho

শুক্রবার। ১৭ আশ্বিন ১৪২৭। ২ অক্টোবর ২০২০। ১৪ সফর ১৪৪২

করোনা উপসর্গে কুমিল্লায় আরো চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

৮ আগস্ট, ২০২০ ২১:৫৩ | পড়া যাবে ১ মিনিটেকরোনা উপসর্গে কুমিল্লায় আরো চারজনের মৃত্যু

কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের কভিড-১৯ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এ চারজন মারা যান।

কুমেক হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারা যাওয়া চারজনই জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে দুজন আইসোলেশন ওয়ার্ডে, একজন কভিড ওয়ার্ডে এবং একজন আইসিইউতে মারা যান।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজন হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার আবুল কাশেম (৪৮), নাঙ্গলকোট উপজেলার রাজিয়া বেগম (৬০), সদর দক্ষিণ উপজেলার আবদুল অদুদ (৬৯) এবং লাকসাম উপজেলার তাসলিমা বেগম (৪৯)।

মন্তব্যসাতদিনের সেরা