kalerkantho

শুক্রবার। ১৭ আশ্বিন ১৪২৭। ২ অক্টোবর ২০২০। ১৪ সফর ১৪৪২

হাত-পা বাঁধা লাশের মুখে ছিল স্কচটেপ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

৮ আগস্ট, ২০২০ ২০:১২ | পড়া যাবে ১ মিনিটেহাত-পা বাঁধা লাশের মুখে ছিল স্কচটেপ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাত-পা বাঁধা এবং মুখে স্কচটেপ দেওয়া অবস্থায় এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায়  আশু মোল্লা (৪৫) নামে অটোরিকশাচালকের লাশ উপজেলার মদনপুর আড়াইহাজার সড়কের ব্রাহ্মণদীকান্দা পল্লী বিদ্যুৎ প্রজেক্টের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

আশু মোল্লা সোনারগাঁয়ের মিরেরবাগ এলাকার মৃত মালেক মোল্লার ছেলে। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিল।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর হোসেন জানান, সকালে স্থানীয়দের দেওয়া সংবাদে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্ররণ করা হয়েছে। লাশটি পেছন থেকে হাত পা বাঁধা ছিল, মুখে স্কচটেপ দেওয়া ছিল। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্যসাতদিনের সেরা