kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

কোটালীপাড়ায় দুই অপমৃত্যু

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি   

৮ আগস্ট, ২০২০ ১৪:৩৩ | পড়া যাবে ১ মিনিটেকোটালীপাড়ায় দুই অপমৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাপের কামড়ে এক স্কুলছাত্রী ও বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার উপজেলার কোনেরভিটা ও গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার কোনেরভিটা গ্রামের দুলাল বাড়ৈর মেয়ে স্বপ্না বাড়ৈ (১৪) কে গত ৬ আগস্ট বৃহস্পতিবার রাত ২টায় ঘুমের মধ্যে বিষাক্ত সাপে দংশন করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবাওে সে মারা যায়।

এদিকে উপজেলার গোলাবাড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রতন বালা (১৬) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার এক বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে রতন বালা বিদ্যুতায়িত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রতন বালা গোলাবাড়ি গ্রামের রবীন্দ্রনাথ বাড়ৈর ছেলে। 

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান ঘটনা দুটির সত্যতা স্বীকার করেন। 

মন্তব্যসাতদিনের সেরা