kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

শেরপুরের পুলিশ সুপারের করোনা

অনলাইন ডেস্ক   

৮ আগস্ট, ২০২০ ০৯:১৯ | পড়া যাবে ১ মিনিটেশেরপুরের পুলিশ সুপারের করোনা

শেরপুরের পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীমের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গতকাল শুক্রবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের করোনা ল্যাবে পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে।

এর আগে বৃহস্পতিবার কিছুটা অসুস্থবোধ করলে জেলা হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) সদস্যরা তার পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করেন।  

শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

করোনা প্রতিরোধে শেরপুরের পুলিশ সুপার বেশ সক্রিয় ছিলেন। করোনা রোগীদের বাড়িতে গিয়ে তিনি খাবার পৌঁছে দিয়েছেন। তার নো মাস্ক নো মেডিসিন স্লোগান জেলায় ব্যাপক সাড়া জাগায়। শেরপুরে মাস্ক ছাড়া ওষুধ বিক্রি হয় না।

মন্তব্যসাতদিনের সেরা