kalerkantho

রবিবার । ১২ আশ্বিন ১৪২৭ । ২৭ সেপ্টেম্বর ২০২০। ৯ সফর ১৪৪২

গফরগাঁওয়ে বিলের পানিতে পড়ে প্রতিবন্ধী শিক্ষার্থীর মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

৬ আগস্ট, ২০২০ ২১:৫১ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে বিলের পানিতে পড়ে প্রতিবন্ধী শিক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিলের পানিতে পড়ে মিজান (১২) নামে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের দেউলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মিজান দেউলপাড়া গ্রামের বজলু মিয়ার ছেলে ও স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজনদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অন্য শিশুদের সাথে বাড়ি সংলগ্ন ধারা বিলের পাড়ে ঘুরতে যায় মিজান। এক পর্যায়ে শিশুদের সাথে সে পানিতে নেমে তলিয়ে যায়। এ সময় অন্য শিশুদের ডাক চিৎকার শুনে পরিবারের লোকজন গিয়ে পানির নিচ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় গয়েশপুর ডাক্তারের কাছে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহতের মামা নয়ন সরকার বলেন, শিশুটি শারীরিক প্রতিবন্ধী ছিল ও সাঁতার জানতো না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান ঢালী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা