kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে নৌকাডুবি, সাঁতার না জানায় যুবকের মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি   

৬ আগস্ট, ২০২০ ১৮:১৯ | পড়া যাবে ১ মিনিটেবন্ধুদের সাথে ঘুরতে গিয়ে নৌকাডুবি, সাঁতার না জানায় যুবকের মৃত্যু

প্রতিকী ছবি

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নে উল্লা বিলে নৌকা ডুবে মহিবুল্লাহ (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ছনধরা ইউনিয়নের মেরীগাই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। গতকাল বুধবার সন্ধ্যার পর তার মৃতদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, গতকাল বুধবার বিকেলে ছয় বন্ধু মিলে নৌকা দিয়ে বিলের পানিতে ঘুরতে যায়। হঠাৎ প্রচন্ড বাতাসে নৌকাটি তলিয়ে গেলে সবাই সাঁতার কেটে উপরে উঠলেও সাঁতার না জানা মহিবুল্লাহ নিখোঁজ হয়। গতকাল বুধবার সন্ধ্যার পর তার মৃতদেহ বিলের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে  স্থানীয়রা।

এ ব্যাপারে ওসি ইমারত হোসেন গাজী জানান, এ ঘটনায় ফুলপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। স্বজনদের দাবি অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্যসাতদিনের সেরা