kalerkantho

রবিবার । ১২ আশ্বিন ১৪২৭ । ২৭ সেপ্টেম্বর ২০২০। ৯ সফর ১৪৪২

অটোরিকশার সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

৬ আগস্ট, ২০২০ ১৮:১২ | পড়া যাবে ২ মিনিটেঅটোরিকশার সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে হাদিস মিয়া (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরো অন্তত ২০ জন আহত হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ তিনজনকে আটক করেছে বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে নাসিরনগর ধরমণ্ডল সড়কে দুটি অটোরিকশার সাইড দেওয়া  নিয়ে ধরমণ্ডল গ্রামের নজরুল ও আলকাছ মিয়ার মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে এ নিয়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ধরমণ্ডল সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নজরুল ইসলামের সমর্থক মো. হাদিস মিয়া বুকে টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত হাদিস মিয়াকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত হাদিস ধরমণ্ডল গ্রামের সোয়াব আলীর পুত্র। সংঘর্ষে ইটপাটকেল ও টেঁটার আঘাতে আরো অন্তত ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নাসিরনগর থানার ওসি মো. আনিচুর রহমান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা