kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

সাউন্ডবক্সে সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি   

৬ আগস্ট, ২০২০ ১৫:৪২ | পড়া যাবে ১ মিনিটেসাউন্ডবক্সে সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় সুন্নতে খাৎনার অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন (৩০) নামে এক যুবক মারা গেছে। বুধবার রাতে উপজেলার দিলপাশার ইউনিয়নের হাটউধুনিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। দেলোয়ার হোসেন ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাটউধুনিয়া গ্রামের মহসিন আলী মাস্টারের বাড়িতে তাঁর নাতির সুন্নতে খাতনার অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে এদিন দুপুরে গ্রামের কয়েকশো লোকের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। দিন শেষে রাতে ওই বাড়িতে গান বাজনার আয়োজনের প্রস্তুতি চলে। এতে সাউন্ডবক্স সিস্টেমে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় মহসিন মাস্টারের নিকটাত্মীয় দেলোয়ার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। তবে এই দুর্ঘটনায় মহসিন মাস্টারের পরিবারের বিরুদ্ধে দেলওয়ারের পরিবারের কোনো অভিযোগ নেই। তাই বৃহস্পতিবার দুপুরে সামাজিকভাবে দেলোয়ারের লাশ দাফন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটউধুনিয়া গ্রামের ইউপি সদস্য গোলাম মুর্তজা বাবু জানান, নিকট আত্মীয়র পরিবারের মধ্যে দুর্ঘটনা ঘটায় কারোর কোনো অভিযোগ নেই। 

ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এএসআই সাজেদুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ দেয়নি।

মন্তব্যসাতদিনের সেরা