kalerkantho

বৃহস্পতিবার । ১৬ আশ্বিন ১৪২৭ । ১ অক্টোবর ২০২০। ১৩ সফর ১৪৪২

বগুড়ায় নতুন আক্রান্ত ৫১

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

৬ আগস্ট, ২০২০ ১৩:২১ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ায় নতুন আক্রান্ত ৫১

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এদের মধ্যে পুরুষ ৩৪ জন, নারী ১৬ ও শিশু একজন।

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট ১৮৮ জনের মধ্যে ফলাফলে বগুড়ার ৩২ জন পজিটিভ। অপরদিকে বেসরকারি টিএমএসএস হাসপাতালে ৩০ এর মধ্যে ফলাফলে বগুড়ায় ১৯ জন পজিটিভ। মোট ২১৮ পরীক্ষায় বগুড়া জেলায় নতুন ৫১ জন করোনা পজিটিভ হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ৫০৪৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭৭২ জন, মৃত্যুবরণ করেছেন ১১২ জন এবং চিকিৎসাধীন আছেন ১১৬৫ জন। 

মন্তব্যসাতদিনের সেরা