kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

চট্টগ্রামে নতুন আক্রান্ত ১২১

অনলাইন ডেস্ক   

৬ আগস্ট, ২০২০ ০৯:৪১ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে নতুন আক্রান্ত ১২১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২১ জন। ৯৮৬টি নমুনা পরীক্ষা করে  এ ফলাফল মিলেছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৭৪৬ জন। মৃত্যুবরণ করেছেন ২ জন।

গতকাল বুধবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১২১ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম নগরে ৯২ জন এবং উপজেলায় ২৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই জনের এবং সুস্থ হয়েছেন ১২৩ জন।

মন্তব্যসাতদিনের সেরা