kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

রাণীশংকৈলে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাদ পড়েনি পুলিশও

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি   

৬ আগস্ট, ২০২০ ০৩:০৯ | পড়া যাবে ১ মিনিটেরাণীশংকৈলে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাদ পড়েনি পুলিশও

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৫ আগস্ট বুধবার নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তরা হলেন- রাণীশংকৈল থানার এসআই আব্দুল মজিদ, উমরাডাঙ্গী গ্রামের আনোয়ারুল ইসলাম, পৌরশহরের সাগর বস্ত্রালয়ের কর্মচারী সাগর সাহা ও সম্প্রতি করোনায় আক্রান্ত  উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর সারওয়ার হোসেনের ছেলে ও মেয়ে।

আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

রাত ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৫৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪ জন, মারা গেছেন ২ জন এবং বাকীরা চিকিৎসাধীন আছেন।

মন্তব্যসাতদিনের সেরা