kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

বোয়ালখালীতে বাস উল্টে নিহত ১

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি   

৫ আগস্ট, ২০২০ ১৫:০৮ | পড়া যাবে ১ মিনিটেবোয়ালখালীতে বাস উল্টে নিহত ১

চট্টগ্রামের বোয়ালখালীতে মিনি বাস উল্টে এক যাত্রী নিহত ও সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আরকান সড়কের পূর্ব কালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক মিনি বাসটি আটক করেছেন।

নিহত যাত্রী আবদুল রাজ্জাক (৪২) বরগুনা জেলার মৃত আবুল মজিদের ছেলে। তিনি বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী তার শ্বশুর বাড়িতে বসবাস করতেন বলে জানিয়েছেন থানা পুলিশ।

দুঘর্টনায় আহতরা হলেন- মো. শফিক (২৬), মো. কাইছার (২৪), নাহিদ ফারজানা (২৭), নাজনীন আকতার (২০), রুপন বড়ুয়া (৩৮), রুনা আকতার (২০) ও পলি আকতার (২০)। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, মিনি বাসটি গার্মেন্ট শ্রমিক নিয়ে নগরীর উদ্দেশ্য যাওয়ার পথে আরকান সড়কের পূর্ব কালুরঘাট এলাকায় উল্টে যায়। এ সময় একজন ঘটনাস্থলে নিহত হন। আহতদের  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা