kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

গোপালগঞ্জে মধুমতি নদীতে ভাঙন; আতঙ্ক

গোপালগঞ্জ প্রতিনিধি   

৫ আগস্ট, ২০২০ ১৪:৩৬ | পড়া যাবে ১ মিনিটেগোপালগঞ্জে মধুমতি নদীতে ভাঙন; আতঙ্ক

গোপালগঞ্জে বন্যার পানি বৃদ্ধির কারণে মধুমতি নদী ও মধুমতি বিলরুট চ্যানেলের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার মধুমতি নদীর মানিকদাহ, জালালাবাদ এলাকায় ভাঙন শুরু হয়েছে। এতে আতঙ্কের মধ্যে রয়েছে ওই সব এলাকার বাসিন্দারা। 

গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মধুমতি নদীতে পানি এখনো বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার এবং মধুমতি বিলরুট চ্যানেলে ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল (৪ আগস্ট) যা যথাক্রমে বিপৎসীমার ৪০ ও ১০ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এদিকে, গোপালগঞ্জে বন্যার পানিতে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, মুকসুদপুর ও কোটালীপাড়া উপজেলার অন্তত ২৫টি গ্রামের তিন সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার্ত ৫ শতাধিক পরিবার উঁচু এলাকার বিভিন্ন স্কুলে ও রাস্তার পাশে কুড়েঘর বানিয়ে আশ্রয় নিয়েছে। এসব এলাকার ছোটবড় সহস্রাধিক পুকুর বন্যার পানিতে ভেসে গেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এর মধ্যে দুর্গতদের সাহায্যের জন্য ৩ শ মেট্রিক টন চাল এবং শিশু, গো-খাদ্য ও শুকনো খাবারের জন্য ৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। 

মন্তব্যসাতদিনের সেরা