kalerkantho

শুক্রবার । ১০ আশ্বিন ১৪২৭ । ২৫ সেপ্টেম্বর ২০২০। ৭ সফর ১৪৪২

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি প্রতিনিধি   

৫ আগস্ট, ২০২০ ১২:৩৫ | পড়া যাবে ১ মিনিটেহিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধের পর আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাম মল্লিক প্রতাব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোরবানির ঈদ উপলক্ষে শুক্রবার (৩১ জুলাই) থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।  পাঁচ দিন বন্ধের পর আজ বুধবার (৫ আগস্ট) সকাল থেকে যথারীতি বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হয়। তিনি আরো জানান, ভারতীয় মালবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করছে এবং পণ্যগুলো আনলোড হয়ে দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া শুরু করেছে।

মন্তব্যসাতদিনের সেরা