kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

গরিবের বন্ধু এম এ হান্নান

চাঁদপুর প্রতিনিধি   

৫ আগস্ট, ২০২০ ১১:০১ | পড়া যাবে ১ মিনিটেগরিবের বন্ধু এম এ হান্নান

পবিত্র ঈদুল আজহায় কোরবানিতে সামিল হতে পারেনি এমন ৫ হাজার পরিবারের মাঝে কোরবানির মাংস বিরতণ করে আলোচনায় শিল্পপতি এম এ হান্নান। শুধু মাংসই নয়; তা রান্না করার জন্য তেল, মশলাসহ অন্যান্য সামগ্রী ক্রয় করার প্রয়োজনীয় নগদ টাকাও দেওয়া হয়। এম এ হান্নান গত দুই দিন ধরে তার গ্রামের বাড়ি শোল্লা এলাকায় নিজ হাতে এবং ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ফরিদগঞ্জ পৌরসভায় তার সতীর্থদের মাধ্যমে সময়োপযোগী এমন মানবিক খাদ্য সহায়তা বিতরণ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই দশক ধরে এম এ হান্নান তার নিজ এলাকা ফরিদগঞ্জে রাজনীতির বাইরে এসে সামাজিক বেশকিছু কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেন তিনি। এছাড়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মুসলিম সম্প্রদায়ের জন্য সুদৃশ্য মসজিদ নির্মাণ, সনাতন ধর্মাবলম্বীদের জন্য শ্মশান এবং মন্দির সংস্কারে আর্থিক সহায়তা দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।

মন্তব্যসাতদিনের সেরা