kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

চট্টগ্রামে বাড়ছে নমুনা পরীক্ষা, শনাক্ত আরও ১১৯

অনলাইন ডেস্ক   

৫ আগস্ট, ২০২০ ১০:২৯ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে বাড়ছে নমুনা পরীক্ষা, শনাক্ত আরও ১১৯

ফাইল ফটো

ঈদে চট্টগ্রাম অঞ্চলে করোনাভাইরাসের (কভিড-১৯) অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে নমুনা পরীক্ষা। ধীরে ধীরে বাড়ানো হচ্ছে নমুনা পরীক্ষার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম অঞ্চলে নমুনা পরীক্ষা করা হয় ৬৮০টি।

মঙ্গলবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৪টি ল্যাবে নমুনা পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ২৪ ঘন্টায় ৬৮০টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১৯ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৬২৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২ জন এবং সুস্থ হয়েছেন ১২৩ জন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১১৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৬৮০টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৮৫ জন এবং উপজেলায় ৩৪ জন।

মন্তব্যসাতদিনের সেরা