kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

দৌলতপুরে নৌকাডুবি, মিলল দুই শিশুর মরদেহ

মানিকগঞ্জ প্রতিনিধি   

৫ আগস্ট, ২০২০ ০৯:৫১ | পড়া যাবে ১ মিনিটেদৌলতপুরে নৌকাডুবি, মিলল দুই শিশুর মরদেহ

মানিকগঞ্জের দৌলতপুরে নৌকাডুবির ঘটনায় আরো দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলের অদূরে শান্ত (১২) ও মিথিলা (৮) নামের ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ।

গতকাল দুপুরে দৌলতপুরের চরঘোনা চকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিক হুনফা বেগম (৩০), তার ভাগ্নি রোকসানা (১৬) ও ভাগ্নে জিয়াউলের (১৩) লাশ উদ্ধার করা হয়েছিল। মৃতরা সবাই পরস্পরের আত্মীয়। এরা একটি ডিঙিনৌকায় আবুডাঙ্গা গ্রাম থেকে চরমাস্তল গ্রামে আত্মীয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিল। ঝড়-বৃষ্টির মধ্যে তাদের নৌকা ডুবে যায়।

মন্তব্যসাতদিনের সেরা