kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

এক দিনের ব্যবধানে কুষ্টিয়ায় ফের ৭৪ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া   

৫ আগস্ট, ২০২০ ০১:৪৫ | পড়া যাবে ২ মিনিটেএক দিনের ব্যবধানে কুষ্টিয়ায় ফের ৭৪ জন করোনায় আক্রান্ত

এক দিনের ব্যবধানে মঙ্গলবার কুষ্টিয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে আবারো ৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৪৫ জন, কুমারখালী উপজেলার ১৭ জন, দৌলতপুর উপজেলার ৪ জন ও মিরপুর উপজেলার ৮ জন রয়েছে। এনিয়ে কুষ্টিয়ায় মোট ১৭৫২ জন আক্রান্ত হলেন। কুষ্টিয়া জেলা প্রশাসন রাতে এ তথ্য নিশ্চিত করে।

কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৪৫ জনের মধ্যে কুষ্টিয়া সদর ২ জন, হাউজিং ডি ব্লক ৮ জন, আমলাপাড়া ১ জন, আড়ুয়াপাড়া ২ জন, কালিশংকরপুর ১ জন, দিশালীপাড়া ১ জন, সদর ডাচ বাংলা ব্যাংক ১ জন, কাজী নগর ১ জন, গোস্বামী দুর্গাপুর ১ জন, পিটিআই ৩ জন, কোর্ট পাড়া ২ জন, হাউজিং নিশান মোড় ১ জন, গোরস্থান পাড়া ১ জন, সনোটায়ার ১ জন, হাউজিং কদমতলা ৪ জন, গজনবীপুর ২ জন, হাউজিং সি ব্লক ২ জন, ৪৮-এনএস রোড ১ জন, এসপি হাউজ-বড় আইলচড়া ২ জন, হাউজিং (ই-৫২) ৪ জন, নতুন কোর্ট পাড়া ১ জন, কমলাপুর ২ জন ও ৬৬-পশ্চিম মজমপুর-দাদাপুর ১ জন।

কুমারখালী উপজেলায় আক্রান্ত ১৭ জনের মধ্যে কুমারখালী থানা ২ জন, দুর্গাপুর-কুমারখালী পৌর ৪ জন, কুন্ডুপাড়া- পৌর ২ জন, তেবাড়িয়া-পৌর ৩ জন, পুটিয়া-নন্দলালপুর ১ জন, অগ্রণী ব্যাংক-পৌর ১ জন, সারকান্দি-পৌর ১ জন, খয়েরচারা-পৌর ১ জন, কৃষ্ণপুর-পান্টি ১ জন ও চোড়াইখোল-নন্দলালপুর ১ জন।মিরপুর উপজেলায় আক্রান্ত ৮ জনের মধ্যে পোড়াদহ ১ জন, কাঠদহ-পোড়াদহ ২ জন, ইউএইচসি ১ জন, গোবিন্দগুনিয়া-ধুবিল ১ জন, হালসা ১ জন, ও কচুবাড়িয়া ২ জন।দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের মধ্যে অগ্রণী ব্যাংক-আল্লার দর্গা ১ জন, মাস্টার পাড়া-দৌলতপুর ১ জন ও জয়রামপুর-হোগলবাড়িয়া ২ জন।

মন্তব্যসাতদিনের সেরা