kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

ঈদে বাড়ি এসে পুকুরে ডুবে প্রাণ হারাল সাদি

পটিয়া (চট্রগ্রাম) প্রতিনিধি   

৪ আগস্ট, ২০২০ ১৬:০২ | পড়া যাবে ১ মিনিটেঈদে বাড়ি এসে পুকুরে ডুবে প্রাণ হারাল সাদি

চট্টগ্রামের পটিয়ার বড়লিয়ায় ঈদুল আজহায় নিজ বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ হারাল মোরশেদ সানি (২০)। সে পটিয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সৈয়দ মোরশেদ উল্লাহর ছোট ছেলে। 

জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সবার সঙ্গে চট্টগ্রাম শহর থেকে উপজেলার বড়লিয়ায় নিজ বাড়িতে ঈদ উদ্‌যাপন করতে যায় সৈয়দ আহনাফ মোরশেদ সাদি (৩)। কিন্তু ঈদের দিন দুপুরে সাদি একটি বল নিয়ে খেলতে গিয়ে  সবার অগোচরে পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পুকুরে ভেসে উঠতে দেখেন বলে তাঁর পিতা প্রকৌশলী সৈয়দ মোরশেদ উল্লাহ জানান। এতে ঈদের আনন্দের মাঝে শোকের ছায়া নেমে আসে পটিয়ায়।

মন্তব্যসাতদিনের সেরা