kalerkantho

বৃহস্পতিবার । ১৬ আশ্বিন ১৪২৭ । ১ অক্টোবর ২০২০। ১৩ সফর ১৪৪২

মাজার জিয়ারত করতে যাওয়া হলো না সালেহার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি   

৩ আগস্ট, ২০২০ ২২:৫১ | পড়া যাবে ১ মিনিটেমাজার জিয়ারত করতে যাওয়া হলো না সালেহার

পাবনার ফরিদপুরে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে সালেহা খাতুন (৩৭) নামে এক নারী মারা গেছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে বাঘাবাড়ী-টেবুনিয়া সড়কের ডেমরা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেহা পার্শ্ববর্তী সাঁথিয়া উপজেলার নাড়িয়াগদাই গ্রামের মৃত হাবিবুর শেখের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি বাজার থেকে একটি পরিবারের ৮/৯ সদস্য ভটভটি গাড়িতে চড়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন। পথিমধ্যে দুপুর ১২টার দিকে টেবুনিয়া-বাঘাবাড়ী সড়কের ডেমরা বাজারের তিনমাথা মোড়ে পৌঁছালে একটি নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে সালেহা খাতুন পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ যান। এসময় স্থানীয় বাসিন্দারা নসিমন গাড়ির চালক সাঁথিয়া উপজেলার মঙ্গল গ্রামের জব্বার ফকিরের ছেলে মজনু ফকিরকে পুলিশে সোপর্দ করেন।

ফরিদপুর থানার ডিউটি অফিসার এসআই রঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা