kalerkantho

বৃহস্পতিবার । ১৬ আশ্বিন ১৪২৭ । ১ অক্টোবর ২০২০। ১৩ সফর ১৪৪২

হালুয়াঘাটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি   

৩ আগস্ট, ২০২০ ২২:৩৫ | পড়া যাবে ১ মিনিটেহালুয়াঘাটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বটগাছিয়াকান্দা-গোপীনগর বিলে সোমবার বিকালে প্রতিবছরের মতো এবারো অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। করোনাভাইরাসের মাঝেও বটগাছিয়াকান্দা বড়ইতলী উন্নয়ন যুব সংঘের এমন প্রতিযোগিতায় আনন্দে মেতেছিল এলাকাবাসী।

বাইচের নৌকার মাঝি-মাল্লরা নেচে-গেয়ে মাতিয়ে তুলে পুরো এলাকা। বিপুলসংখ্যক মানুষ ছোট ছোট নৌকা নিয়ে উপভোগ করেন নৌকাবাইচ প্রতিযোগীতা। বাইচে অংশ নিয়ে এলাকার মানুষদের আনন্দ দিতে পেরে খুশি আয়োজকরা। 

ছিপা, ঘাশী, খেলাসহ বিভিন্ন আকৃতির ছয়টি নৌকা বাইচে অংশ নেয়। বটগাছিয়াকান্দা থেকে শুরু হয়ে নৌকাবাইচ এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষ হয় গোপীনগর এলাকায়।

প্রতিযোগিতায় প্রথম হয়েছে মোস্তফা মেম্বারের তরী। বাইচে অংশ নেওয়া সব নৌকার জন্যই ছিল পুরস্কার।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, বিলডোরা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

এই রকম আরো খবর

মন্তব্যসাতদিনের সেরা