kalerkantho

রবিবার। ৫ আশ্বিন ১৪২৭ । ২০ সেপ্টেম্বর ২০২০। ২ সফর ১৪৪২

মামা বাড়ি বেড়াতে এসে ভাই-বোনের মৃত্যু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

৩ আগস্ট, ২০২০ ১৮:২৭ | পড়া যাবে ১ মিনিটেমামা বাড়ি বেড়াতে এসে ভাই-বোনের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গিলাবাড়ি গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। 

মৃত দুই শিশু হলো- উপজেলার নারান্দিয়া ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের ট্রাক চালক লাভলু তরফদারের মেয়ে খুশি (৪)। অন্যজন টাঙ্গাইল সদর উপজেলার বেতবাড়ী গ্রামের এনজিও কর্মী আবু বকর সিদ্দিকের ছেলে আবির হোসেন (৩)। শিশু দুটি সম্পর্কে মামাতো ফুফাতো ভাইবোন।

জানা যায়, আবির হোসেন মা বাবার সাথে উপজেলার গিলাবাড়ী গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে। খেলার এক পর্যায়ে খুশি ও আবির বাড়ির পাশে বন্যার পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. কুমার বিশ্বজিৎ পাল  বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা যায়।

মন্তব্যসাতদিনের সেরা