kalerkantho

বুধবার । ২১ শ্রাবণ ১৪২৭। ৫ আগস্ট  ২০২০। ১৪ জিলহজ ১৪৪১

শোকাবহ আগস্টের প্রথম দিনে ইবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১ আগস্ট, ২০২০ ২৩:১৯ | পড়া যাবে ১ মিনিটেশোকাবহ আগস্টের প্রথম দিনে ইবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন

শোকাবহ আগস্টের প্রথম দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শখা ছাত্রলীগ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় ক্যাম্পাসে 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুলারের পাদদেশে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় নেতাকর্মীরা ১০০টি মোমবাতি প্রজ্বলন করেন। এর আগে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌকির মাহফুজ মাসুদ, সাবেক কমিটির সহ-সভাপতি আল আমিন জোয়ার্দার, সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমান লালনের নেতৃত্বে এ সময় ছাত্রলীগ নেতা বিপুল খান, হোসাইন মজুমদার, হাফিজসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমান লালন বলেন, 'শোকাবহ এ মাসে আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করব। এরই অংশ হিসেবে আজকের কর্মসূচি পালিত হয়েছে। মুজিববর্ষে জাতির পিতার আদর্শের পূর্ণাঙ্গ বাস্তবায়নই তার প্রতি শ্রদ্ধা নিবেদনের একমাত্র মাধ্যম হওয়া উচিত।'

মন্তব্যসাতদিনের সেরা