kalerkantho

বৃহস্পতিবার । ২২ শ্রাবণ ১৪২৭। ৬ আগস্ট  ২০২০। ১৫ জিলহজ ১৪৪১

ঈদগাহ মাঠে শুভসংঘের মাস্ক বিতরণ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১ আগস্ট, ২০২০ ২০:৩৪ | পড়া যাবে ১ মিনিটেঈদগাহ মাঠে শুভসংঘের মাস্ক বিতরণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে 'শুভ কাজে সবার পাশে' স্লোগান সামনে রেখে করোনাভাইরাস সংক্রমণ রোধে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে ঈদগাহ মাঠে মুসল্লিদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে শিলাসী মধ্যপাড়া আস-আদ-উল উলুম হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মুনজুর মিয়া, উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল, ব্যবসায়ী এমদাদুল হক ইনতু, সাংবাদিক ও ব্যবসায়ী আব্দুস সালাম সবুজ, শুভসংঘের বন্ধু রাফসান জানি, জাবির আহমেদ প্রমুখ।

উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু বলেন, করোনাভাইরাসের ওষুধ না থাকায় সংক্রমণ রোধের একমাত্র উপায় হলো মুখে মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া, সামাজিক দূরত্ব রক্ষা করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা। কিন্তু ঈদগাহ মাঠে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করা হলেও অনেক মুসল্লি মাস্ক ছাড়াই নামাজ পড়তে আসেন। তাদের মধ্যে শুভসংঘের উদ্যোগে আমরা মাস্ক বিতরণ করেছি।

মন্তব্যসাতদিনের সেরা