kalerkantho

বৃহস্পতিবার । ১৬ আশ্বিন ১৪২৭ । ১ অক্টোবর ২০২০। ১৩ সফর ১৪৪২

চট্টগ্রামে আরও ১২৬ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক   

২৫ জুলাই, ২০২০ ১১:২১ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে আরও ১২৬ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৪৪টি নমুনা পরীক্ষা করে নতুন ১২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে৷ এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ৬২৯ জন।

গতকাল শুক্রবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই সব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত কেউ মারা যাননি। এ নিয়ে চলতি মাসে ৭ দিন করোনায় মৃত্যুহীন চট্টগ্রাম।

চট্টগ্রামের ৬টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৭৪৪টি নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান,  গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে কোনো রোগী মৃত্যুও হয়নি। সংক্রমণের পরিমাণও কমছে। একদিনে নতুন শনাক্ত হয়েছেন ১২৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৯৬ জন এবং উপজেলায় ৩০ জন।

মন্তব্যসাতদিনের সেরা