kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

সৈয়দপুরে শুভসংঘের বৃক্ষরোপণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি   

১৬ জুলাই, ২০২০ ১৮:২৯ | পড়া যাবে ১ মিনিটেসৈয়দপুরে শুভসংঘের বৃক্ষরোপণ

'শুভ কাজে সবার পাশে' স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কালের কণ্ঠ শুভসংঘ নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখার বন্ধুরা। সৈয়দপুর উপজেলার এক নম্বর কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর শিশু স্বর্গ বিদ্যা নিকেতন চত্বরে গতকাল বুধবার বিকেল ৫টায় এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কালের কণ্ঠ শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র সহকারি শিক্ষক মো. নাছিম রেজা শাহ্।

এসময় শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কন্ঠ সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম, ক্রীড়া সম্পাদক  মো. সোহেল রানা, কার্যকরী সদস্য মো. আমির হোসেন ও মোছা. সুমাইয়া আক্তার রাণী, শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের শিক্ষক মো. আব্দুল্লাহ্-আল-মামুন সোহাগসহ শিশু স্বর্গ বিদ্যা নিকেতন ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা